১০ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৩:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৩:০৭ পূর্বাহ্ন

দশ দিনের চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বাসায় ফিরছেন। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর তিনি মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে জানা গেছে।
 

দলীয় সূত্রে সোমবার রাতে জানানো হয়, চিকিৎসা শেষে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তিনি সুস্থতার জন্য দোয়া করায় দেশের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতেও দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
 

এদিকে, আজ সকালেই গুলশানের বাসভবনে দলটির কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছে জামায়াত। এই ব্রিফিংয়ে আমিরের চিকিৎসা, শারীরিক অবস্থা এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]