মালয়েশিয়া সফরে ড.ইউনূস–আনোয়ার ইব্রাহীমের বৈঠক: ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৯:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৯:২৬ পূর্বাহ্ন

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টার দিকে পুত্রাযায়ার পারদানা পুত্রা ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং ড. ইউনূস সফর স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে উভয় নেতার। সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক সেশনে অংশ নেবেন।

তিন দিনের এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, রোহিঙ্গা সংকট সমাধানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি আনতে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]