
পূর্ব আটলান্টিক মহাসাগরে গঠিত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইরিন’ শক্তি সঞ্চয় করছে এবং তা মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (NHC)। সোমবার (১১ আগস্ট) আফ্রিকার পশ্চিম উপকূলের কাবো ভার্দে দ্বীপপুঞ্জের পশ্চিমে এ ঝড়ের সৃষ্টি হয়।
আবহাওয়াবিদদের তথ্যমতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইরিনের কেন্দ্রস্থল ওয়েস্ট ইন্ডিজের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২ হাজার ৩০৫ মাইল পূর্বে অবস্থান করছিল। তখন ঝড়ের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৪৫ মাইল। পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি পশ্চিমমুখী হতে পারে এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) এ বছর আটলান্টিক অববাহিকায় গড়ের চেয়ে বেশি ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমে ১৩ থেকে ১৮টি ঝড়ের নামকরণ হতে পারে, যার মধ্যে ৫ থেকে ৯টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সর্বোচ্চ টেকসই বাতাসের গতি ঘণ্টায় অন্তত ৩৯ মাইল হলে একটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। যদিও প্রাথমিক মডেল অনুযায়ী ইরিন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়, তবু এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজও ঝড়টির গতিপ্রকৃতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।