‘কপাল খারাপ’ বলাটা কি ইসলামে জায়েজ?

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:০৮:০২ অপরাহ্ন

‘কপাল খারাপ’ বা ‘ভাগ্য খারাপ’ বলা আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ হলেও, ইসলামের আলোকে এটি গ্রহণযোগ্য নয়। ইসলাম মূলত তাকদির বা ভাগ্যবিশ্বাসের দুটি দিক তুলে ধরে — অপরিবর্তনীয় ভাগ্যলিপি (তাকদিরে মুবরাম) এবং পরিবর্তনশীল ভাগ্যলিপি (তাকদিরে মুআল্লাক)। নেক আমল ও দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব বলে কোরআন-সুন্নাহতে নির্দেশ আছে।
 

রাসুল (স.) বলেছেন, দোয়া আল্লাহর ফয়সালা বদলে দিতে পারে, এবং বয়স বৃদ্ধিতেও দোয়ার প্রভাব আছে। তাই কোনো কষ্ট বা সমস্যার সময় ‘কপাল খারাপ’ বলে আক্ষেপ করা ইসলামি শিক্ষার বিপরীতে। এতে আল্লাহর হিকমতকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং ব্যক্তির মোটিভেশন কমে যায়।
 

মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, যারা ভাগ্যের দায়ভার নিয়ে আক্ষেপ করে, তাদের হতাশা ও নিষ্ক্রিয়তা বেড়ে যায়। তাই ইসলামি জীবনযাপনে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, ‘হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল’ ইত্যাদি দোয়া ও ধৈর্যের প্রতি জোর দেয়া হয়।
 

সর্বশেষে বলা যায়, ‘কপাল খারাপ’ বলার পরিবর্তে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ ও পরিশ্রম চালিয়ে যাওয়াই ইসলামের মূল শিক্ষার অংশ।

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]