
বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। সোমবার (১১ আগস্ট) বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৩০০ ডলারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে প্রায় ১০৫ শতাংশ, বিশেষ করে গত কয়েক সপ্তাহে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্য গত ২৪ ঘণ্টায় ২.২% বেড়ে ৪.০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিটকয়েনের বাজার মূলধন ২.৫৫% বৃদ্ধি পেয়ে ২.৪১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে দৈনিক লেনদেনের পরিমাণ ৭৭.৬ বিলিয়ন ডলার।
শুধু বিটকয়েন নয়, ইথেরিয়াম, বাইন্যান্স কয়েন ও সোলানার মূল্যও বেড়েছে। বর্তমানে প্রতি ইথেরিয়ামের দাম ৪,২০৭ ডলার (এক সপ্তাহে ১৫.৬৬% বৃদ্ধি), বাইন্যান্স কয়েন ৮০০ ডলারের কাছাকাছি (৬.৭১% বৃদ্ধি) এবং সোলানা ১৭৯.৬০ ডলার (৯.৪৫% বৃদ্ধি)। যুক্তরাষ্ট্রের এসইসি গত জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ অনুমোদন দেওয়ার পর বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যা মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। বিটকয়েন একটি বিকেন্দ্রীকৃত ভার্চুয়াল মুদ্রা, যার লেনদেন অনলাইনে হয়ে থাকে এবং নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় এটি গোপনীয়তার জন্য পরিচিত।