গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার চার সাংবাদিক নিহত

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪৩:৩৭ পূর্বাহ্ন

গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক আনাস আল-শরিফ, মোহাম্মদ কোরিয়েকে, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নৌফাল। হামলার সময় তারা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন।
 

আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের অংশ। সংস্থাটি দুই সপ্তাহ আগে অভিযোগ করেছিল যে, আইডিএফ বিশেষভাবে আনাস আল-শরিফকে টার্গেট করছে।
 

হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে পোস্ট দিয়ে জানায়, আল-শরিফ ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে হামাসের হয়ে কাজ করছিলেন। তবে নিহত অন্য তিন সাংবাদিক সম্পর্কে কোনো মন্তব্য করেনি আইডিএফ। বিবিসি ভেরিফাই দ্বারা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে এবং সহকর্মীরা নিহতদের শনাক্ত করছেন।
 

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (CPJ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে নির্দিষ্ট গোলাবারুদের ব্যবহার, আকাশপথে নজরদারি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় করা হয়েছিল। তবে আল জাজিরা এটিকে সাংবাদিকদের কাজ ব্যাহত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]