হবিগঞ্জে নিখোঁজের ৯ ঘণ্টা পর পুকুরে শিশুর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর ৮ বছর বয়সী শিশু তামিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাতাপুর মহল্লার মসজিদের পুকুরে ভেসে ওঠে তার মরদেহ। তামিম একই এলাকার মামুন মিয়ার ছেলে।
 

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে খাওয়ার পর তামিম অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। এসময় তার বাবা মিশুক গাড়ি নিয়ে বাইরে যান এবং মা প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় তারা ফিরে এসে তামিমকে না পেয়ে খোঁজ শুরু করেন এবং মাইকিং করে সন্ধান চাওয়া হয়।
 

রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরে তামিমের মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন। শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
 

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা জানান, বিষয়টি থানাকে কেউ অবগত করেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]