পেনাল্টি নাটকে লিভারপুলকে হারিয়ে প্রথম কমিউনিটি শিল্ড জিতল ক্রিস্টাল প্যালেস

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন

ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে এফএ কাপ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচে ওয়েম্বলিতে নাটকীয় এই জয় পায় প্যালেস।
 

ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রেকে শ্রদ্ধা জানানো হয়। খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল—ফ্লোরিয়ান ভির্টৎসের পাস থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে। তবে ১৫ মিনিটে ভার্জিল ফন ডাইকের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে জাঁ-ফিলিপ মাতেতা সমতা ফেরান প্যালেসকে। কিছুক্ষণ পরই দমিনিক সোবোসলাইয়ের লম্বা পাসে জেরেমি ফ্রিমপংয়ের গোল লিভারপুলকে আবারও এগিয়ে দেয়, এবং প্রথমার্ধ ২-১ স্কোরে শেষ হয়।
 

দ্বিতীয়ার্ধে লিভারপুলের দাপট থাকলেও ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
 

পেনাল্টি শুটআউটে দুর্দান্ত পারফরম্যান্স করেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন, যিনি মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দলকে ঐতিহাসিক শিরোপা এনে দেন। লিভারপুলের নতুন তারকারা গোল পেলেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেসই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]