আনাস আল-শরিফসহ আল জাজিরার পুরো সাংবাদিক টিমকে হত্যা করেছে ইসরায়েল!

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪২:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৬:৩৩ পূর্বাহ্ন
গাজার শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ নিহত হয়ে গেছেন। একই হামলায় আরও একজন সাংবাদিক মোহাম্মদ কুরাইকাও প্রাণ হারিয়েছেন। ইসরায়েল পূর্বপরিকল্পনা অনুযায়ী আল-জাজিরার সংবাদকর্মী দলকে টার্গেট করে এই হামলা চালায় এবং পরে তাদের হত্যার বিষয়টি স্বীকারোক্তি দিয়ে প্রকাশ করেছে।
 
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার অবরোধ ও সংঘর্ষে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৩৭-এ পৌঁছেছে। সর্বশেষ হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে আল-জাজিরার আনাস আল-শরিফও রয়েছেন। গাজা সিটির আল-শিফা হাসপাতালে ওই সাংবাদিক দলটির মধ্যে প্রতিবেদক, ক্যামেরাম্যান ও ড্রাইভারসহ মোট ছয় সদস্য ছিলেন।
 
ইসরায়েলি হামলায় গাজা সিটিতে আল জাজিরার পুরো সংবাদকর্মী দল নিহত হয়েছে। 
 
নিহতদের তালিকা:
 
১/ আনাস আল-শরীফ (প্রতিবেদক)
২/ মোহাম্মদ কুরাইকা (প্রতিবেদক)
৩/ ইব্রাহিম জাহের (ক্যামেরাম্যান)
৪/ মোয়ামেন আলাইওয়া (ক্যামেরাম্যান)
৫/ মোহাম্মদ আল খালিদি (ক্যামেরাম্যান)
৬/ মোহাম্মদ নোফাল (দলের ড্রাইভার)
 
গাজার এই অস্থির পরিস্থিতিতে আল-শিফা হাসপাতাল সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র হওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলা ও অবরোধের কবলে পড়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ, রোগী ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তাহীনতায় ভুগছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো এই সংঘর্ষ ও সাংবাদিকদের হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য এক মারাত্মক হুমকি হিসেবে দেখছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]