শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বাগত ও বিদায়ে নতুন নির্দেশনা

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:২০:১২ পূর্বাহ্ন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এই সীমাবদ্ধতা টার্মিনালের ভেতরে প্রযোজ্য নয়।
 
বেবিচকের জারি করা এই নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত স্বজন ও অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করতে হবে। যানজট এড়াতে যাত্রীবাহী গাড়ি বহির্গমন ও আগমন গেটে দুই মিনিটের বেশি দাঁড়াতে পারবে না।
 
এছাড়া, বিমানবন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, অবস্থানকালে সুশৃঙ্খল চলাচল এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]