শিক্ষক বদলি নীতিমালা বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৩:৫২ পূর্বাহ্ন
হাইকোর্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলি সংক্রান্ত দুটি নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছে। রুলে জানতে চাওয়া হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত বেসরকারি শিক্ষা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। পাশাপাশি, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে উল্লেখ করা হয়েছে।
 
রবিবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
 
আবেদনকারীদের আইনজীবী মনিরুল ইসলাম মিয়া আদালতে যুক্তি দেন, বিদ্যমান নীতিমালা বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এই নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক রিট আবেদন করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]