
গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে ঘটে যাওয়া ব্যাপক দুর্নীতি ও লুটপাটের প্রসঙ্গ তুলে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তার দাবি, এই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, আর এর পর অনেক সাবেক গভর্নর দেশ ছেড়ে পালিয়েছেন।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যার মধ্যে জনতা ব্যাংক থেকেই ২৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, “বিশ্বে কোথাও কি শুনেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান?” তার ভাষ্যমতে, তিনজন সাবেক গভর্নরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এক বছরে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা না গেলেও অন্তত গুম-খুনের মতো ঘটনা ঘটছে না, যা পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে তিনি ব্যর্থতার দায় সবার ওপর ভাগ করে দিয়ে প্রশ্ন তোলেন, নির্বাচিত সরকার কি এ ধরনের দুর্নীতি ও অর্থপাচারের বিচার করতে পারবে?
সংলাপে ব্যবসায়ীরা জ্বালানি সংকট, চাঁদাবাজি ও আর্থিক খাতে লুটপাটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে ৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণের প্রসঙ্গ, যেখানে রাজনৈতিক প্রভাব ও বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাকে বড় কারণ হিসেবে চিহ্নিত করেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।