খুলনায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো গেল

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:০০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:০০:২১ পূর্বাহ্ন
খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলের একটি গোডাউনে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
 
স্থানীয়দের ভাষ্যমতে, রাত সাড়ে ৯টার দিকে গোডাউনের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দমকল বিভাগকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিলের ম্যানেজার কামরুল ইসলাম জানান, পাটের উচ্ছিষ্ট রাখা একটি শেডে আগুন লাগে এবং দ্রুত পদক্ষেপের ফলে ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।
 
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে পাটে আগুন পুনরায় জ্বলে ওঠার ঝুঁকি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]