বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে পার্থক্য নেই: শায়েখে চরমোনাই

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:৫২:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:৫২:৪০ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদীতে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, বর্তমানে বিএনপি যে ভূমিকা ও বক্তব্য উপস্থাপন করছে, তা অতীতে আওয়ামী লীগের অবস্থানের সঙ্গেই মিলে যায়। তার মতে, দুই দলের রাজনৈতিক আচরণে কার্যত কোনো পার্থক্য নেই।

তিনি আরও বলেন, নৌকা ও ধানের শীষ এক অর্থে একই বিষধর সাপের মতো, আর বিএনপি একাধিক সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
 

রবিবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]