
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখা এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক আবারও নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কিনেছে। সোমবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ১১টি ব্যাংক থেকে মোট ৮৩ মিলিয়ন ডলার ক্রয় করে। ক্রয়মূল্য ছিল প্রতি ডলারে ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৬২২ মিলিয়ন।
এর আগে ৭ আগস্ট এক নিলামে একই ধরনের উদ্যোগে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়েছিল, যেখানে প্রতি ডলারের দর ছিল ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা। আরও আগে, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে ১০ মিলিয়ন ডলার ক্রয় করা হয়, যা পূর্বের দর থেকে অন্তত ৪৫ বেসিস পয়েন্ট কম।
বাংলাদেশ ব্যাংকের এ ধারাবাহিক ক্রয় কার্যক্রম শুরু হয় ১৩ জুলাই। ওই দিন ইতিহাসে প্রথমবার নিলামের মাধ্যমে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনা হয়। মাত্র দুই দিন পর, ১৫ জুলাই একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার ক্রয় করা হয়। অর্থনীতিবিদদের মতে, এই নীতি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়িয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।