বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ জেলে নিখোঁজ

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:০৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:০৭:৪৬ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নগরীর ফিশারিঘাট এলাকা থেকে যাত্রা করে মাছ ধরার ট্রলারটি। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নৌযানে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখন পর্যন্ত ৮ জনকে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।
 
গতকাল কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব গণমাধ্যমকে জানান, ট্রলারের মালিক সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]