নিউ মার্কেটে গোপন অভিযান: সেনাবাহিনীর হাতে ১১০০ ধারালো অস্ত্র জব্দ

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:২২:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:২২:৩৯ পূর্বাহ্ন

রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে সামুরাই ছুরি, চাপাতি ও অনুরূপ সরঞ্জাম রয়েছে, যা মূলত কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে সরবরাহ করা হতো।
 

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যাকাণ্ড, হামলা, চাঁদাবাজি ও ছিনতাই সংঘটিত হয়েছে।
 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—কিছু ব্যবসায়ী এই অস্ত্রগুলো ভাড়া বা বিক্রি করতেন অপরাধীদের কাছে। এ বিষয়ে ব্যবসায়ীদের কোনো চক্রের সঙ্গে যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
 

সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে—বর্তমান পরিস্থিতিতে সামুরাই ছুরি বা অনুরূপ ধারালো অস্ত্র বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে অবৈধ অস্ত্রের বেচাকেনা বা মজুতের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য। লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জোর দিয়ে বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]