২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, নতুন ভর্তি ৩২৫ জন

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:৪২:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:৪২:৩৮ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন রোগী। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বাধিক রোগী ভর্তি হয়েছে ঢাকা সিটিতে, যেখানে দক্ষিণ ও উত্তর সিটি মিলিয়ে ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৪৯ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, রাজশাহীতে ৪১ জন এবং বরিশালে ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
 

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৫ জনে এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪১০ জন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং ৫৭৫ জন মারা গেছেন। তুলনায়, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন, যা দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]