জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:১৫:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:১৭:৪৫ পূর্বাহ্ন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেসের বগি সরানোর পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে প্রবেশের সময় ভুল সিগন্যালের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে এবং লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে রাজবাড়ী সড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ থাকে।
 

ঘটনার পর অন্য একটি ট্রেনের ইঞ্জিন এনে লাইনচ্যুত বগি সরানো হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বগি অপসারণ শেষে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]