রোববার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাড়ে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। তালিকা প্রকাশের পর উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে এটি সাঁটিয়ে দেবেন, যাতে সাধারণ জনগণ সহজে তথ্য যাচাই করতে পারেন।
 

ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর যেকোনো ব্যক্তি যদি নিজের তথ্যের মধ্যে ভুল পান, তবে নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) পূরণ করে ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। এই আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে নিষ্পত্তি হবে। পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।
 

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের বয়স আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও এ তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]