
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না এবং কেউ আইন ভঙ্গ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রংপুর অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় এখানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাঠামো, জনবল ও অন্যান্য প্রস্তুতি গুছিয়ে আনছে। কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনই এটি নৈতিক দায়িত্বও। সাংবাদিকদের ক্ষেত্রে সংবাদ সংগ্রহে স্বাধীনতা থাকবে, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানান তিনি।
সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।