
মানবসেবা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের ভিত্তি—এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং এ সময় মানবসেবার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সহানুভূতি ও সাহায্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই চর্চা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আত্মত্যাগের গুণাবলি বৃদ্ধি করে এবং প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে। মানবসেবা সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমদাদুল মুসলিমিন’-এর অর্থায়নে সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানায় তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার সহায়তা প্রদান করা হচ্ছে। আল মানাহিল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসা স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ ও দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাহফুজুল হক এবং সৌদি আরবের রাবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল উপস্থিত ছিলেন।
এর আগে ড. খালিদ রাজধানীর সেগুনবাগিচায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।