লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, সীমান্তে উত্তেজনা

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন

পাকিস্তান দাবি করেছে, লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে তাদের নিরাপত্তা বাহিনী। জিও নিউজের খবরে বলা হয়, শুক্রবার (৮ আগস্ট) পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ বা নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত ১০ মে শেষ হলেও সীমান্ত পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর আগে সংঘাতে ভারতীয় বাহিনী ইসরাইলি তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে সফল প্রমাণিত হয়েছে।

সংঘাত শেষ হলেও দুই দেশের মধ্যে কথার লড়াই অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদারের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান সতর্কবার্তা দিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে তারা পাল্টা হামলায় কলকাতা, জামশেদপুর ও রাঁচিসহ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করবে।

এদিকে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে নিজেদের ভূমিকা থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বৃহস্পতিবার বলেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ‘প্রেসিডেন্ট অব পিস’ হিসেবে অভিহিত করেন। তবে ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত মীমাংসায় তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণে অনিচ্ছুক।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ভারতের নজরদারি যন্ত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]