চীনের গাংশুতে পাহাড়ি বন্যায় ১০ জনের মৃত্যু, ৩৩ জন নিখোঁজ

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাংশু প্রদেশে টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি বন্যায় ইউঝং কাউন্টিতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।
 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রাদেশিক রাজধানী লানঝৌ শহরের আওতাধীন ইউঝং ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়, যা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় সর্বোচ্চ ২২০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ইউঝংয়ের বেশ কয়েকটি টাউনশিপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সড়ক, বাড়িঘর ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
 

শুক্রবার দুপুরে চেংগুয়ান টাউনশিপের শিংলং প্রাইমারি স্কুলের কাছে রাস্তায় বন্যার পানির সাথে ভেসে আসা গাছপালা ও কাদায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু স্থানে কাদার স্তর ৩০ সেন্টিমিটারের বেশি হয়ে রাস্তা ঢেকে ফেলে। ক্ষতিগ্রস্ত যানবাহন সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং বাড়ির নিচতলার আসবাবপত্র পানিতে ভেসে দরজার সামনে জমে থাকে।
 

দুর্যোগ মোকাবিলায় প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যে ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান ও যান্ত্রিক সরঞ্জাম এবং ৮ হাজার ৫৩০ সেট জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]