
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যা আগে ঘোষিত পুরস্কারের দ্বিগুণ। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত।
এএফপির খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন, তবে সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশ এই ফলাফল স্বীকৃতি দেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই মাদুরোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে আসছেন এবং তার শাসনামলে মাদুরোসহ ভেনিজুয়েলার কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক পাচারের অভিযোগ আনা হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ঘোষণায় জানান, পূর্বে ঘোষিত ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার এখন দ্বিগুণ করা হয়েছে। তার দাবি, মাদুরো সরাসরি মাদক পাচারে জড়িত। তবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এই পদক্ষেপকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এটি একটি রাজনৈতিক প্রচারণা ছাড়া কিছু নয়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বন্ডি অভিযোগ করেন, মাদুরো ভেনিজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ এবং মেক্সিকোর কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর মতো সংগঠনের সঙ্গে সমন্বয় করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ মাদুরো ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কিত ৩০ টন কোকেন জব্দ করেছে, যার মধ্যে প্রায় ৭ টনের সঙ্গে সরাসরি মাদুরোর সম্পৃক্ততা রয়েছে। মাদুরো অবশ্য পূর্বে এসব অভিযোগ অস্বীকার করেছেন।