ছাত্ররাজনীতি বন্ধের জন্য একত্বতা,

ঢাবির হলে ছাত্রদল কমিটি নিয়ে মধ্যরাতের বিক্ষোভ, টিএসসিতে শিক্ষার্থীদের সমাবেশ

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:৪৬:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০১:৪৯:৩২ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে টিএসসিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হন।
 
সন্ধ্যা থেকেই ছাত্ররাজনীতির বিরোধিতায় সরব হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন পুরুষ শিক্ষার্থীরাও। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল টিএসসিতে এসে মিলিত হয় এবং সেখান থেকে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে ভিসি চত্বরের দিকে যায়।
 
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চলবে না’, ‘ছাত্রদলের রাজনীতি চলবে না’ এবং ‘ছোট টিমের রাজনীতি চলবে না’সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, ক্যাম্পাসে কোনো ধরনের হল-ভিত্তিক ছাত্ররাজনীতি আর ফিরিয়ে আনা যাবে না।

বিস্তারিত আসছে.....

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]