বিক্ষোভ ফেটে পড়েছে ছাত্ররা

ঢাবির হলে ছাত্রদল কমিটি বাতিলের দাবি, উমামার হুঁশিয়ারি কঠোর পদক্ষেপের

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:৪০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০১:৫১:৩৬ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপত্র উমামা ফাতেমা। তিনি এটিকে “জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি” হিসেবে উল্লেখ করে শুক্রবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সতর্ক করেন—রাতের মধ্যেই কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
 
স্ট্যাটাসে উমামা ফাতেমা স্মরণ করিয়ে দেন, ১৭ জুলাই ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ও কয়েকজন শিক্ষার্থী হল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরের বছর ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যু ছাত্রদের মধ্যে সাহস জোগায়, যার ফলে ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার আন্দোলন গতি পায়।
 
তবে উমামার দাবি, বছর না ঘুরতেই গোপন রাজনৈতিক কার্যক্রম ও প্রকাশ্যে কমিটি গঠনের মাধ্যমে সেই আন্দোলনের অর্জন ক্ষুণ্ণ করা হচ্ছে। বিষয়টিকে তিনি সরাসরি জুলাই অভ্যুত্থানের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন এবং তা প্রতিহত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]