সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আইসিইউতে, উন্নত চিকিৎসার জন্য জামিন আবেদন

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১১:৪২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১১:৪২:২০ অপরাহ্ন
বার্ধক্যজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কারাবন্দি অবস্থায় শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার স্ত্রী আয়েশা সুলতানা উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিনের আবেদন করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, ৪ আগস্ট মধ্যরাতে মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে স্থানান্তর করা হয় পিজি হাসপাতালে, যেখানে বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তার চিকিৎসার বিষয়ে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় দ্রুত জামিন মঞ্জুর করে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী। তিনি প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে আবেদনও জমা দিয়েছেন।
 
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ‘জুলাই আন্দোলনের’ সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
 
সাবেক এই প্রভাবশালী মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও আইনি পরিস্থিতি ঘিরে রাজনীতিসহ নানা মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]