ভোলায় জেলা প্রশাসকের বাসভবনের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর, গণপূর্ত বিভাগের জিডি

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১০:০৩:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১০:০৩:২৩ পূর্বাহ্ন

ভোলায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের নির্মাণাধীন সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় ভোলা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

জিডিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ভোলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের বাসভবনের উত্তর-পূর্বাংশ থেকে জেলা রেকর্ড রুমের পেছন পর্যন্ত একটি সীমানা দেয়াল নির্মাণ করা হয়। সরকারি বিধি-বিধান মেনে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে প্রায় এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়। এ সময় কারও পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি।

প্রায় ২৫ বছর ধরে জায়গাটি পরিত্যক্ত থাকায় রাতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত নিরাপত্তা ঝুঁকি তৈরি করত। সেই কারণে নিরাপত্তা নিশ্চিত করতে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিরা পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়া বলপ্রয়োগে দেয়ালের একটি অংশ ভেঙে ফেলে, যাতে সরকারি স্থাপনার ক্ষতি হয় এবং নিরাপত্তা বিঘ্নিত হয়।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন জানান, তিনি ঢাকায় সরকারি কাজে থাকাকালীন দুপুরে এ ঘটনার খবর পান। স্থানীয়দের সঙ্গেও কথা বলে কেউ ঘটনার সঙ্গে জড়িত কিনা নিশ্চিত হওয়া যায়নি। তাই জেলা প্রশাসকের পরামর্শে থানায় জিডি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, গণপূর্ত বিভাগের জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]