নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৯:৫৫:৫৬ পূর্বাহ্ন

গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার লক্ষ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইসরাইল জানায়, মন্ত্রিসভার অনুমোদিত পরিকল্পনায় আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজা দখলের প্রস্তুতি নেবে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির শর্ত হিসেবে পাঁচ দফা নীতি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়—হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, অবশিষ্ট ৫০ জিম্মি মুক্ত করা (যার মধ্যে প্রায় ২০ জন জীবিত), গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রাখা, গাজা নিরস্ত্রীকরণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিবর্তে বিকল্প বেসামরিক প্রশাসনের হাতে শাসন হস্তান্তর।

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, হামাস উৎখাতের পর গাজা শাসনের দায়িত্ব এমন আরব প্রশাসনের হাতে দিতে চান যারা ইসরাইলের জন্য হুমকি নয়। তবে কাদের হাতে সেই দায়িত্ব যাবে, তা তিনি স্পষ্ট করেননি।

এ প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ, যিনি একে আরও রক্তপাত, জিম্মি হত্যাকাণ্ড এবং অযথা অর্থ অপচয়ের পথ বলে আখ্যা দিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]