সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক দুই তরুণকে ফেরত দিল বিএসএফ

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:২৪:০১ পূর্বাহ্ন

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ছবি তুলতে ভারত সীমানায় ঢুকে পড়ায় বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণকে ফেরত দেয়া হয়েছে।

আটকের প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তের শেখপাড়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশ আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে জিডিমূলে দুই তরুণকে রাতে সদর থানা পুলিশের মাধ্যেমে পরিবারের কাছে হস্তান্তর করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক হওয়া দুই তরুণেরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্মীয় রিয়াদুলকে নিয়ে ভারতীয় সীমান্ত দেখতে ও ছবি তুলতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে যান। এক পর্যায়ে সীমান্তের মেইন পিলার ৪২১ এর ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতের ২০ গজ অভ্যন্তরে আমতলী এলাকায় ঢুকে পড়েন তারা। তবে কাটাতারের বেড়া দূরে থাকায় সীমান্ত বুঝতে পারেনি দুই তরুণ। এক পর্যায়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। পরে বিজিবিকে ঘটনাটি জানায় বিএসএফ। দুই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। 

এদিকে বিকেল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মীরগড় সীমান্তের মেইন পিলার ৪২১ এর ১১ নম্বর সাব পিলার থেকে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেখপাড়া এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]