সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়িত ১৬, চলমান ৮৫

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫০:০০ অপরাহ্ন
বিভিন্ন সংস্কার কমিশনের ১২১টি স্বল্পমেয়াদি বাস্তবায়নযোগ্য সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়াধীন এবং ১০টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। এছাড়া বাকি ১০টি সুপারিশ এখনও মূল্যায়নাধীন।
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
তিনি বলেন, “১১টি সংস্কার কমিশনের যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ ছিল, সেগুলোর তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেন। এর মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি বাস্তবায়নাধীন, ১০টি আংশিক বাস্তবায়িত এবং ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা এখনো বিবেচনায় রয়েছে।”
 
উল্লেখ্য, সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় এবং তা দুপুরের দিকে শেষ হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
 
অন্তর্বর্তী সরকারের সময়ে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক উপলক্ষে প্রধান উপদেষ্টার আগমনে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একমাত্র ১ নম্বর গেট খোলা রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]