আগামী সপ্তাহে পুতিন-ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:০১:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:০১:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সিএনএনের খবরে জানানো হয়, আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই এই বৈঠক হতে পারে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন ট্রাম্প।
 

হোয়াইট হাউজের দুই কর্মকর্তা জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সরাসরি বৈঠকের পর পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এরপর দ্রুততার সঙ্গে বৈঠকের প্রস্তুতি শুরু করে ট্রাম্পের টিম। যদিও বৈঠকটি কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে একাধিক সম্ভাব্য ভেন্যু বিবেচনায় রাখা হয়েছে।
 

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহী এবং চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। ইতোমধ্যে ট্রাম্প ইউরোপের কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কথা বলেছেন এবং বৈঠকের বিষয়ে তাদের অবহিত করেছেন। ইউরোপীয় নেতারাও ট্রাম্পের এই উদ্যোগের বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]