চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন

চলতি বছরেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বর নাগাদ তার দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর। বুধবার (৬ আগস্ট) তিনি জানান, নির্বাচন নিয়ে তারেক রহমানের অবস্থান জানতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন। ওই বৈঠকে নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।
 

এর আগে গত ১৩ জুন অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও লন্ডনে বৈঠক করেন তারেক রহমান। সেই বৈঠকে নির্বাচনকেন্দ্রিক রোডম্যাপ বিষয়ে আশ্বস্ত হয় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। হুমায়ূন কবীর বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় আন্তর্জাতিক মহলের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের যোগাযোগে বাধা ছিল, যা এখন কেটে গেছে। ফলে অনেকেই বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]