
ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেমান আল-ওবেইদ ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন। গাজা অঞ্চলের স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার (৬ আগস্ট) তিনি রাফাহ সীমান্তে মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালীন গুলিবিদ্ধ হন।
৪১ বছর বয়সী এই খেলোয়াড়কে ‘প্যালেস্টাইনের পেলে’ নামে অভিহিত করা হতো। গাজার কাব শাবাব আল-শাতি ক্লাব থেকে ক্যারিয়ার শুরু করে তিনি পশ্চিম তীরের আল-আমারি ক্লাবেও খেলেছেন। ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি।
ওবেইদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত পেশাদার ফুটবল খেলেছেন এবং গাজায় ২০১৬ ও ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন।
এই হত্যাকাণ্ড ইসরাইলের চলমান গণহত্যার অংশ বলে প্রতিবেদনগুলো উল্লেখ করেছে, যেখানে শুধু গত মাসেই ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুণ নেতাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনি ক্রীড়া ও যুব সম্প্রদায়ের শহীদের সংখ্যা ৬৬০ ছাড়িয়েছে।
ওবেইদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবল কিংবদন্তি এরিক ক্যান্টনা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আর কতদূর পর্যন্ত আমরা তাদের গণহত্যা চালাতে দেব?" – এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছেন।