জুলাই আন্দোলন ব্যক্তিগত নয়, জাতির গণজাগরণ: তারেক রহমান

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২৩:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২৩:২৯ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়; এটি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম।

বুধবার (৬ আগস্ট) লন্ডনের রয়েল রিজেন্সি হলে শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন তিনি এবং তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

অনুষ্ঠানটি আয়োজন করে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ। এতে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]