সচিবালয়ে দ্বিতীয়বার বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৬:৫০ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৭ আগস্ট)। সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্দেশনা দিতে পারেন তিনি।
 
এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]