কাপ্তাই হ্রদে পানির চাপ, চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি জলকপাট খোলা হলো

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন
উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ও উজানের বন্যা নিয়ন্ত্রণে বাঁধের জলকপাট চতুর্থ দফায় আরও ৬ ইঞ্চি খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
 
তিনি জানান, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বুধবার (৬ আগস্ট) রাত ১১টা থেকে গেটসমূহ ৩ ফিট করে খোলা হয়েছে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
 
এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিট সচল থাকায় ওই ইউনিটগুলোর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে মোট ৯০ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশন হচ্ছে।
 
মাহমুদ হাসান জানান, পানি বৃদ্ধির কারণে সোমবার মধ্যরাতে প্রথম দফায় ৬ ইঞ্চি, মঙ্গলবার মধ্যরাতে দেড় ফুট, বুধবার দুপুরে আড়াই ফুট এবং বুধবার রাত ১১টায় সর্বশেষ ৩ ফিট করে জলকপাট খোলা হয়।
 
তিনি আরও বলেন, পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে জলকপাটের উচ্চতা আরও বাড়ানো হতে পারে।
 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৭৯ এম.এস.এল, যেখানে বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এম.এস.এল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]