৬ বছর পর চীন সফরে মোদি, নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা?

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৬:৩২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৬:৩২:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর এটাই হবে তার প্রথম চীন সফর। এর আগে সর্বশেষ ২০১৯ সালে তিনি চীন সফর করেছিলেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য ‘সাংহাই সহযোগিতা সংস্থার’ (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে এই সফরে যাচ্ছেন মোদি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
 

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির একটি অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা সীমান্ত বিরোধসহ দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। ওই বৈঠক দুই দেশের মধ্যে টানাপোড়েন হ্রাসে ইতিবাচক ভূমিকা রেখেছিল। এবারের সফরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]