জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস স্মরণে, শুদ্ধ-স্বরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:৩২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৬:১৩:৫৭ অপরাহ্ন

ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে "শুদ্ধ-স্বর" সংগঠনের উদ্যোগে— অনুষ্ঠিত হয়েছে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 
এতে ১ম স্থান অধিকার করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মোহিনী আক্তার তামিম, ২য় স্থান অধিকার করেন মাইক্রোবায়োলজি বিভাগের আরিফুল ইসলাম সিরাজী, এবং ৩য় স্থান অধিকার করেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অসীম বিশ্বাস।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শুদ্ধ-স্বরের সভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ,  সদস্য নওশীন সহ প্রমুখ।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন, ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান লাজু।
 
বাংলা ভাষা শুদ্ধরূপে চর্চা, বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তি, এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন: শুদ্ধ-স্বর।
 
সভাপতি শারমিন সুলতানা ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং শুদ্ধ-স্বরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]