এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:০৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:০৭:৩২ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সুযোগ বুধবার ( ৬ আগস্ট) পর্যন্ত।


উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা।
এ ছাড়া প্রতিবছর পাঠ্য উপকরণ কিনতে ২ হাজার ৫০০ টাকা ও পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান মিলবে।

সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে
গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ–৪.৮৩ থাকতে হবে।


সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে।
মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে।
চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]