জাবিতে ছাত্রলীগের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সহিংসতার দায়ে ৬৪ জন বহিষ্কার ও ৭৩ জনের সনদ বাতিল

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ চূড়ান্তভাবে বাতিল করেছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, হামলার ঘটনায় ২২৯ জন অভিযুক্তের মধ্যে ১৩০ জন বর্তমানে শিক্ষার্থী এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৪ জনকে আজীবন, ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের সনদ বাতিল, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ১৭ মার্চ সিন্ডিকেট সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৮৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। যারা পাস করেছেন, তাদের সনদ স্থগিত রাখা হয় এবং যাদের পরীক্ষা চলছিল, তাদের ফলাফল আটকে রাখা হয়। একই সঙ্গে তদন্ত কমিটি গঠনসহ ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধাও বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]