আবু সাঈদ হত্যা মামলা: বিচার শুরুর সিদ্ধান্ত আজ

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১২:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:১২:০৩ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, সে বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার (৬ আগস্ট)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলাটি থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। আর গ্রেপ্তারকৃত ছয় আসামির পক্ষে অব্যাহতির শুনানি শেষ হয় ২৯ জুলাই।

এ মামলার আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন—রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

প্রসিকিউশন গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং ট্রাইব্যুনাল সেদিনই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]