শিবিরের প্রদর্শনীতে সালাহউদ্দিন কাদেরের ছবি রাখায় ছাত্রদলের তীব্র নিন্দা

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামি ছাত্রশিবিরের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
 
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
ছাত্রদল জানায়, ‘ছবিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক প্রাঙ্গণে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিষ্ঠার চেষ্টা।’
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০১৩ সালে শাহবাগ আন্দোলন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণকে আড়াল করতে এ ধরনের প্রদর্শনীর আশ্রয় নেওয়া হচ্ছে।’
 
ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনা ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা।”
 
প্রদর্শনীর বিষয়টি নিয়ে বাম ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তাদের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যার আগেই বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেয় এবং শিবিরের কার্যক্রম বন্ধের দাবিতে বামপন্থী সংগঠনগুলো একত্রিত হয়ে প্রতিবাদ জানায়।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]