মানিক মিয়া অ্যাভিনিউতে আলোড়ন তোলা ড্রোন শোতে শেষ হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৩:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আকাশজুড়ে আলো ও বার্তার সমাহারে শেষ হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দিনভর নানা আয়োজনে মুখর ছিল রাজধানী।
 
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ব্যানার, মিছিল, সাংস্কৃতিক পরিবেশনা এবং 'জুলাই ঘোষণাপত্র' পাঠ। তবে সব আয়োজনের মধ্যে সর্বাধিক আলোচিত ছিল রাতের ড্রোন শো।
 
১৩ মিনিটের ড্রোন শোতে ফুটে ওঠে ফ্যাসিবাদবিরোধী বার্তা, প্রতীক এবং ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর গৌরবগাথা। একইসঙ্গে দেখা যায় বিগত সরকারের দমননীতি ও নিপীড়নের চিত্রও।
 
সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ মিছিল, সঙ্গীত পরিবেশনা ও প্রগতিশীল আন্দোলনের বার্তায় মুখর ছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]