
ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পুরনো সংবাদপত্রের ছবি পোস্ট করেছে, যার শিরোনাম ছিল—‘১৯৫৪ সাল থেকে পাকিস্তানে গেছে ২ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ছবিটি ১৯৭১ সালের ৫ আগস্টের একটি প্রতিবেদন, যেখানে পাকিস্তানে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের বিষয়টি তুলে ধরা হয়।
পোস্টের ক্যাপশনে ভারতীয় সেনাবাহিনী লিখেছে, “এই দিন, যুদ্ধের সেই বছর - ৫ আগস্ট, ১৯৭১।” এতে তুলে ধরা হয়, কীভাবে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল, বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধের প্রস্তুতির প্রেক্ষাপটে।
ওই প্রতিবেদনে ভারতের তৎকালীন প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী ভিসি শুক্লা রাজ্যসভায় জানান, পাকিস্তানে অস্ত্র সরবরাহের বিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে ন্যাটো ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স অস্ত্র সরবরাহ অস্বীকার করলেও, যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছিল। তাতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানকে কম মূল্যে অস্ত্র সরবরাহ করেছে, যা থেকে বোঝা যায় যে ১৯৭১ সালের যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এনডিটিভি আরও জানায়, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। একই সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে শুল্ক ২৯ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র।