
ব্রাজিলের সর্বোচ্চ আদালতের আদেশে এবার গৃহবন্দি হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় শর্তভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও বলসোনারো অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বলসোনারোর বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। প্রসিকিউটররা জানান, তিনি সেনাবাহিনীর সহায়তায় ভোটের ফল উল্টে দিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।
আদালত আগে বলসোনারোকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিলেও তদন্ত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ থাকার নিয়ম ভেঙেছেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি নিজের ছেলের প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পাঠিয়ে রাজনৈতিক উসকানি দিয়েছেন।
সর্বোচ্চ আদালতের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরাস বলেন, এসব কর্মকাণ্ড বিচার ব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ। এখন থেকে বলসোনারো ব্রাসিলিয়ায় নিজ বাসায় গৃহবন্দি থাকবেন এবং মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অন্যদিকে, বলসোনারো একে রাজনৈতিক ‘উইচ হান্ট’ বলে অভিহিত করেছেন। তার দাবি, তিনি কোনো অভ্যুত্থানে জড়িত ছিলেন না।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন বিচারপতি মোরাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা লুলা প্রশাসন দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ হিসেবে দেখছে।