হাটহাজারীতে বন্দুক কার্তুজ ও মাদকসহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:০২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:০২:৩৩ অপরাহ্ন
হাটহাজারীতে পাহাড়ি এলাকা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ধারালো অস্ত্র, মাদক (ইয়াবা) ও নগদ টাকাসহ কামরুল ইসলাম প্রকাশ মনিরুল মনি প্রকাশ মহিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গতকাল রোববার বিকালে হাটহাজারী মডেল থানাধীন ফতেয়াবাদ রেল লাইনের পশ্চিমে ওয়াসার পরিত্যক্ত পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক কামরুল ফতেয়াবাদস্থ জিয়ন মুহুরীর বাড়ির মমতাজ সর্দারের পুত্র। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গতরাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
হাটহাজারী থানার উপ–পরিদর্শক রুপন নাথ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে একাধিক মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে ওই স্থান থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩টি কার্তুজ, ৫১ পিস ইয়াবা, ১টি লোহার ছেনি, ১টি দা, ১টি ধারলো টিপ ছুরি, ৩টি ধারালো ছুরি, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]