কর্ণফুলীতে সাবেক চেয়ারম্যানের বাসায় দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫২:২৭ অপরাহ্ন
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মঈন উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় বাড়ির তৃতীয় তলার তালা ভেঙে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়।
 
চুরি সংঘটিত হয় রবিবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগরে অবস্থিত চেয়ারম্যান বাড়িতে।
 
ঘটনার সময় নিচ তলায় এম মঈন উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী অবস্থান করলেও বাকি বাড়ি ছিল ফাঁকা।
 
সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন জানান, “রাতের আঁধারে চোরের দল তিন তলার তালা ভেঙে ঘরে ঢুকে আলমিরা ভেঙে সব লুটে নেয়। তারা নগদ টাকা ছাড়াও দুটি দুই ভরির বালা, একটি এক ভরির চেইন, একটি আধা ভরির চেইন, নয়টি তিন ভরির আংটি, দুটি আধা ভরির রকেট ও একটি আধা ভরির বেসলাইট লুট করে নিয়ে গেছে।”
 
এসব স্বর্ণালঙ্কার তার ছোট ভাই নাঈম উদ্দিনের স্ত্রীর বলে জানা যায়।
 
মঈন উদ্দিন আরো বলেন, “আমার ৪৫ বছরের জীবনে এমন চুরির ঘটনা কখনও ঘটেনি। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আতঙ্কজনক।” এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, “এটি ডাকাতি নয়, প্রাথমিকভাবে চুরির ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। ভুক্তভোগী পরিবার আজই মামলা করবে।”
 
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]