ট্রাম্পের সাবমেরিন মোতায়েন নিয়ে রাশিয়ার প্রথম প্রতিক্রিয়া

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৪০:১৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়ার এক বিবৃতির পরিপ্রেক্ষিতে, পারমাণবিক ইস্যুতে মন্তব্য সম্পর্কে ‘সবার সতর্ক থাকা উচিত’ বলে সোমবার (৪ আগস্ট) জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিনকে ‘উপযুক্ত অঞ্চলে’ স্থানান্তরের নির্দেশ দেন ট্রাম্প। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 
 
তবে সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ওই বক্তব্যকে ক্রেমলিন তেমন গুরুত্ব দেয়নি বলে সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানিয়েছে এনডিটিভি।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই ক্ষেত্রে, এটা স্পষ্ট যে আমেরিকান সাবমেরিনগুলো ইতোমধ্যেই যুদ্ধের দায়িত্বে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটাই প্রথম কথা। কিন্তু সাধারণভাবে, অবশ্যই আমরা এ ধরনের বিতর্কে জড়াতে চাইব না এবং কোনোভাবেই এটি সম্পর্কে মন্তব্য করতে চাইব না।’ 
 
পেসকভ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি না যে আমরা এখন কোনো উত্তেজনা বৃদ্ধির কথা বলছি। তবে এটা স্পষ্ট, খুব জটিল ও সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অবশ্যই অনেকে খুব আবেগগতভাবে উপলব্ধি করে।’
 
ক্রেমলিন মেদভেদেভকে ট্রাম্পের সাথে তার অনলাইন বিবাদ কমাতে সতর্ক করার চেষ্টা করেছে কি না, জানতে চাইলে সরাসরি এর কোনো উত্তর দেননি ক্রেমলিনের মুখপাত্র। 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]